২৩-০১-২০২৪ পিরোজপুর- ২ আসন (১২৮) ভান্ডারিয়া, কাউখালী,স্বরূপকাঠি নিয়ে প্রায় সাড়ে চার লক্ষ জনসাধারণের উন্নয়নের চাবিকাঠি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশায় মহিউদ্দিন মহারাজ (এমপি) মুখ্য উপদেষ্টা, ৩ উপজেলা কে নতুন রূপরেখা বাস্তবায়নে- গত ২১-১-২০২৪ তারিখ, রবিবার বিকাল ৪:০০ সময় ভান্ডারিয়া খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়াম হলরুমে- একটি আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথীর বক্তব্য কালে তিনি বলেন-(কাউখালী, ভান্ডারিয়া ও স্বরূপকাঠিতে) অন্যায়, অপরাধ,দুর্নীতি,সুদ-ঘুষ, মামলা এবং মাদকের বেলায় থাকবে " জিরো টলারেন্স"।
https://www.youtube.com/watch?v=h9AkFXwGP4M
[caption id="attachment_15021" align="alignnone" width="721"]
মহিউদ্দিন মহারাজ (এমপি)[/caption]
থানায় যে কোন মামলা করতে গেলে, এখন থেকে ঘুষের টাকা বন্ধ। আজ থেকে ১মাসের মধ্যে জনগণ বলবে থানায় গেলে কোন হয়রানি ও টাকা লাগেনা তারা সঠিক সেবা পাচ্ছেন কিনা জনগণী বলবে। ভান্ডারিয়া কাউখালী স্বরূপকাঠিতে কোন প্রকার চাঁদাবাজি চলবে না, দলীয় কোন নেতৃত্বে জরিত থাকলেও কোনো ছাড় নেই। ব্যাটারি চালিত অটোরিক্সার সংশ্লিষ্ট সমিতির ৫/১০ টাকা করে চাঁদা নেয়া বন্ধ করতে হবে, প্রয়োজনে তাদের কর্মসংস্থান ও বেতনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন- বিশেষ করে প্রতি উপজেলার নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আগামীকাল থেকে এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।