নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের মাসিক সভা ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৩ই শে জানুয়ারী) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।
https://www.youtube.com/watch?v=h9AkFXwGP4M
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, ৫নং বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন,১০ নং হরিণচড়া ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল রানা প্রমুখ সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে টানা ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।