
সময়ের বিবর্তনে এযে ভীষণ বড় দাবি।
পাশে রয়না কেউই ,তবু থাকবে পাশে ভাবি।
আগলে রাখার অভিপ্রায়ে খরাস্রোতেও ভাসে
কাছে থাকার কথা বলেও কেউ থাকেনা পাশে।
সময়ের বিবর্তনে আমি আকাশের দিকে চাই…
পাওয়া,না-পাওয়ার হিসাব কেন যে কষ্টে-পোড়ানো ছাই!
যা কিছু আমার,পাবার ছিল; হারিয়ে গেছে সব
চেনা সুর তার তাল হারিয়ে যেন নিভেছে প্রাণোৎসব।
সময় গেলে হয়না সাধন, রয়না মনে ভাব;
এরপরেও প্রানে বাঁচার ভিআইপি ভাবসাব।
প্রকাশ্যে তার ভালোমানুষি, গোপনে ভিন্ন প্রাণ,
অতি-ভালোর আশায় করে অন্যেরে সম্প্রদান।
সময় গেলে মানুষ বলে, থাকতো যদি কাল!
নিজেরে আমি পাল্টে নিতাম,উল্টে যেতো হাল!
আমি বলি- থাকতে সময়, পাইনা পাশে কেউ,
উর্ধ্বমুখী চিন্তারা হয় নিম্নমুখীর ঢেউ।
ভিউ: ২৫৩










