কালিয়াকৈর উপজেলার ০৫ নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের বরদল মাঝি পাড়া গ্রামে ৯ম অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন হয়েছে।
কীর্তন অনুষ্ঠানে সকলের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে, ০৬ নং ওয়ার্ডের মেম্বার, মোহাম্মদ কবীর খান নিজ খরচে সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প তৈরি করে দেন । ১ম দিন থেকে শেষ দিন পর্যন্ত বিনামূল্যে চলতে থাকে চিকিৎসা সেবা। হাজার হাজার নারী-পুরুষের অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, সন্ধ্যায় সূর্য পূজার অর্চনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়,প্রসাদ এবং গঙ্গার পানি বিতরনের মাধ্যমে কীর্তন পর্ব শেষ হয়।
https://www.youtube.com/watch?v=WYD_YH3jUKA
রাতের কীর্তন অনুষ্ঠানে, এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সহযোগীতা ও শুভেচ্ছা বিনিময় করেন। বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক ও ৫ নং শ্রীফলতলী ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: সজিব মন্ডল উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সার্বিক ব্যবস্থাপনায় সভাপতি উদ্বভ চন্দ্র মালো,সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র মালো, কোষাধ্যক্ষ শ্রীনিবাস চন্দ্র মালো,বিশ্বজিৎ চন্দ্র মালো,গৌরাঙ্গ চন্দ্র মালো,গোপাল চন্দ্র মালো,সমাজসেবক রতন সরকার,চন্দন,মিলন পাল এবং উত্তর পঞ্চায়েত পুজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত থেকে কীর্তন অনুষ্ঠান সফল ভাবে সমাপ্ত করেন।পালাক্রমে দেশ বিদেশের বিভিন্ন কীর্তন পরিবেশন দল, উক্ত অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেছেন। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হলেও মুসলিমদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হতে পারে বরদল গ্রামের অষ্টকালীন লীলা কীর্তন। কীর্তন ঘিড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাবস্থাও ছিল পর্যাপ্ত।