
নীলফামারীর ডোমারে চোখ ধাঁধানো মোড়কে মাদকদ্রব্য গাঁজা সহ নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
আজ সোমবার (২২শে জানুয়ারী) দুপুরে গাঁজা সহ গ্রেপ্তারকৃত, নজরুলকে ধৃত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে,
গ্রেপ্তারকৃত আসামি নজরুল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।
উল্লেখ্য, নজরুল ইসলাম বিশেষ মোড়কের মাধ্যমে গাঁজা লুকিয়ে বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার ওসি মোঃ আবু সাঈদ চৌধুরী এর নেতৃত্বে অভিযান চালিয়ে গাজা সহ নজরুলকে গ্রেপ্তার করেন পুলিস।