
পিরোজপুর কাউখালী উপজেলার চিকিৎসক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচী পালন করেছে।
সিলেটের জৈয়ান্তপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ সেবাদানকারীদের উপর অতর্কিত হামলা ও সরকারী অফিস,গাড়ীতে অগ্নিসংযোগের কারনে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অপরাধী ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে,বিক্ষোভ ও মানবন্ধনের আয়োজন করা হয়।
ডা, সুব্রত কর্মকার এর নেতৃত্বে,ডাঃ তৌফিক হাসান সৌরভ , ডাঃ মোঃ ইসতিয়াক আহম্মেদ আব্বাসি, ডাঃ মোঃ নজরুল ইসলাম রাজু, ডাঃ মাহাবুব হোসেন ইমন, ডাঃ সাগরিকা রায়, ডাঃ আসমা খানম সহ সেবিকা বাসন্তী রানী সবিক (নার্সিং ইনচার্জ), স্বাস্থ্য সহকারী এবি.এম আনিসুল হক এবং সকল অফিস সহকারী উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে মানববন্ধন ও বক্তব্য আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন। ডাক্তার সুব্রত কর্মকার বলেন আমরা মানুষের সেবক, কারো অকল্যাণ বা মৃত্যু কামনা করি না, দুর্ঘটনাবশত যে কোন পরিস্থিতির শিকার হতে হয়, এজন্য সরকারি যানমালের উপর আক্রমণ ধ্বংসযজ্ঞ চালানো আমাদের কাম্য নয় এর দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করি।