
ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার সহ ০৩ জন গ্রেফতার। ভালুকার বাটাজোর বাজারের হৃদয় সুজয় জুয়েলার্সে গত ১০ তারিখ দিনের বেলায় মালিক দুপুরের খাবার খেতে গেলে দোকানের শাটার ফাককরে স্বর্ণালংকার ও নগত টাকা চুরি করে নিয়া যায়।ময়মনসিংহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের তত্বাবধানে এস আই কাজল এস আই মাহবুব আর রশিদ এস আই সুজন চন্দ্র সাহা সংগীয় ফোর্স সহ ব্রাহ্মণবাড়িয়ার ও চট্টগ্রামের বাকুলিয়া থানার মাস্টারপোল বউবাজার এলাকা থেকে দুলাল ও আমির হোসেন কে গ্রেফতার করে আসামিদের বাসা হতে ৫টি স্বর্ণের আংটি ১০টি কানের দুল গলার হার উদ্ধার করেন।একই কায়দায় ময়মনসিংহের গাংগিনাপারের স্বর্নের দোকানে চুরির গঠনায় জড়িত মানিক নামে আরো একজনকে কক্সবাজার জেলার রামু থানা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। গতকাল রাতে ভালুকা বাসস্ট্যান্ড থেকে ১২ বোতল বিদেশী মদ সহ কলমাকান্দা থানার হাবিবুর কে গ্রেফতার করে। আসামিদের কে আদালতে প্রেরন করা হয়েছে।










