জামজামী ইউনিয়ন ৬ টি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে দুম্বার গোস্ত বিতারন
Spread the love

 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নে অসহায় ও দুস্থঃ এতিমদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। শনিবার (২০জানুয়ারি) রাতে উক্ত মাংস ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে দুম্বার গোস্ত বিতারন করা হয় ওই মাংস পৌঁছে দেন উপজেলা প্রশাসনের মাধ্যমে জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম নির্দেষনায়, রাশেদুজ্জামান রাজিব মেম্বার সহযোগিতায় জামজামী ইউনিয়নের ৬ টি এতিমখানায় ও লিল্লাহ বোডিংয়ে মধ্যরাত পর্যন্ত দুম্বার গোস্ত বিতারন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ এনামুল হক বলেন, দরিদ্র ও দুস্থঃদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি আরব সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থঃ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী জামজামী ইউনিয়নের মোট ৬টি এতিমখানায় শনিবার রাতে এ মাংস বিতরণ কর হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31