
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাসাইল-সখীপুরের (সাবেক সাংসদ ১৩৭-টাঙ্গাইল-৮)প্রয়াত শওকত মোমেন শাজাহানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি)প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাত ১২টা১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। এতে সাবেক সাংসদ শওকত মোমেন শাজাহানের একমাত্র পুত্র বর্তমান সাংসদ অনুপম শাজাহান জয় সহ সখীপুরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচি হিসেবে সকাল ১১টার দিকে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবকঅর্পণ করেন সখীপুর উপজেলা আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদক,বাসাইলের নেতৃবৃন্দ, সরকারি -আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সখীপুরের স্তরের লোকজন।শওকত মোমেন শাজাহানের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় স্থানীয় নেতারা শওকত মোমেন শাজাহানের স্মৃতিচারণ করেন। প্রয়াত এই নেতার সুচিন্তিত পরিকল্পনায় বাসাইল-সখীপুরের আধুনিকতার ছোঁয়া পেয়েছিল।বাসাইল-সখীপুরের বিভিন্ন অঞ্চলে রাস্তা-ঘাট, স্কুল -কলেজ, মসজিদ, মন্দির, উপাসনালয়,দাতব্য প্রতিষ্ঠানের তার অসামান্য অবদান ছিল।উল্লেখ্য,বর্ষীয়াণ এই নেতা ২০১৪সালের ২০জানুয়ারি পরলোক গমন করেন।সখীপুরে তার প্রিয় আবাসিক মহিলা কলেজ ক্যাম্পাস মাঠে সমাহিত করা হয়।এক কথায় শওকত মোমেন শাজাহান ছিলেন আধুনিক বাসাইল-সখীপুরের উন্নয়নের রুপকার।










