কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ফ্লাইওভারের নিচে টাঙ্গাইলগামী তালুকদার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস, থেমে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় গাড়ির হেলপার এবং আহত হয় ৫ জন যাত্রী।
কালিয়াকৈর পৌরসভার বঙ্গবন্ধু হাইটেক সিটির সামনের ফ্লাইওভারে না উঠে আন্ডার পাস দিয়ে দ্রুতগতিতে চলার সময় যাত্রীবাহী বাসটি, থেমে থাকা ট্রাকে সজোরে আঘাত করে।
এতে বাসের বাম পাশের একাংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে হেল্পার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি,
এ সময় আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে, প্রত্যক্ষদর্শীদের ধারণা।আহতদের মধ্যে দুইজনের নাম ঠিকানা জানা সম্ভব হয়েছে।
একজন গোপালপুর থানার শাখারিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে আয়েশা আক্তার(৩৫), অপরজন দেলদুয়ার থানার বাদুলী গ্রামের আলমগীরের স্ত্রী আখি আক্তার(২৩)। আহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নাওজোড় হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।