গাজীপুর জেলার কালিয়াকৈরে বৈরাবর দরবার শরিফে, খন্দকার এখলাছ উদ্দিন ওরফে পাখি মিয়ার ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরীব হতে শুরু হয়ে, বাদ ফজর পর্যন্ত, আগত ভক্তের আগমনে, বাৎসরিক মিলন মেলায় পরিণত হয় এখলাছ পীর সাহেবের দরবার।
দরবারে ওরশ অনুষ্ঠান পরিচালনা করেন, বর্তমান গদীনশীন পীর, এখলাছ পীরের আওলাদ, হাফেজ খন্দকার জালাল উদ্দিন।
মাগরিবের নামাজের মাধ্যমে শুরু হয় ওরশ এর অনুষ্ঠান।এশার নামাজের জামাতের পুর্ব পর্যন্ত চলতে থাকে তরিকতের আলোচনা, মিলাদ শরীফ, কিয়াম শরীফ এবং মোনাজাত।
হাজার হাজার ভক্ত আশেকান জাকেরান ও দাওয়াতি মেহমানদের খাওয়ানো হয়, মিষ্টি ও ঝাল তবারক।
গদিনশিন পীর খন্দকার জালালুদ্দিনের অপর দুই ভাই খন্দকার খাজু এবং খন্দকার আহাদ সার্বিক সহযোগিতায় ছিলেন।রাতভর এবাদত বন্দেগীর মাধ্যমে শেষ হয় বাৎসরিক ওরস মোবারক। নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন গদীনশিন পীর খন্দকার জালাল উদ্দিন। মোনাজাতে পরলোগগত সকলের জন্য এবং দেশের সকল মানুষের জন্য মঙ্গল কামনা করা হয় ।