আলমডাঙ্গায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
ঠাণ্ডা বাতাসের দাপট সাথে মাঘ মাসের অসময়ে বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের দিনের উষ্ণতার জন্য বাসা বাড়িতে দেখা যায় গরম বস্ত্রের আধিক্য, আর দরিদ্র সমাজের ভরসা শুধুই আগুন।শীতার্ত ও অসহায় মানুষের উষ্ণতা দিতে সামান্যতম হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখার সদস্যবৃন্দ ।
কথায় আছে ’কারো পৌষ মাস, আর কারোর সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে আসলেই সর্বনাশ।কারণ, যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
শনিবার (২০ই জানুয়ারি) মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা আলমডাঙ্গা শাখা অফিসে বিকাল ৪ টায় আল মদিনা গ্রোসারির স্বত্বাধিকারী দুবাই প্রবাসী ইন্জি: রুহুল কুদ্দুসের পৃষ্ঠপোষকতায় কম্বল বিতরন শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়ার সাংবাদিক রহমান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সেক্রেটারি এন এইচ শাওন, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলের সদস্য ডঃ অমল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আল আমিন হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী সভাপতি সাঈদ হিরণ, সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল সহ-সভাপতি মানোয়ার হোসেন, সহ সভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক এম সন্জু আহমেদ,দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সাহিত্য বিষয়ক মীর রোকনুজ্জামান , নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুরভী শরিফা, উপক্রিয়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম,শেখ মহিদুল, সিয়াম, রিপনসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।