বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ভরপাশা ইউনিয়নের খেজুরিয়া ভরপাশা খাল পুন: খননে এলজিইডি কর্তৃক খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি) আওতায় ৫৮ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দে কার্যাদেশ পায় মেসার্স মা এন্টারপ্রাইজ নামের ঠিকেদারী প্রতিষ্ঠান।
গত ১১ জানুয়ারি এই খনন কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ। তবে ধানের ক্ষেতসহ ফসলি জমির উপর দিয়ে ব্যক্তি মালিকানা জমিতে জোর করে খাল খনন কাজ চালিয়ে যাচ্ছে।
১৮ জানুয়ারি দুপুর ১ টায় স্থানীয় কৃষক ও জমির মালিকরা অবৈধভাবে খাল খনন বন্ধের প্রতিবাদে খননকৃত খাল সংলগ্ন ফসলি মাঠে মানববন্ধন করেন। তারা ফসল ও জমির ক্ষতিপূরণের দাবিতে এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।