
পিরোজপুর কাউখালী উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা,মফস্বল সাংবাদিক ফোরাম ও হেল্প ফর হেল্পনেস সংগঠনের যৌথ উদ্যোগে শীতবস্ত্র, কম্বল, সোয়েটার,কানটুপি সহ নিত্য প্রয়োজনীয় খাবার, ঔষধ ও নগদ অর্থ প্রদান করা হয়।

কাউখালী উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিনিয়ত অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার কম্বল নগদ অর্থ খাদ্য সামগ্রী নিয়ে পাশে থাকতে দেখা যায়। বর্তমানে প্রচন্ড শীতে গভীর রাতে শীতর্থদের মধ্যে শীতবস্ত্র ও খাবার নিয়ে স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।এধরনের কাজে প্রশাসন সহ সামাজিকভাবে প্রশংসনীয় হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থার সভাপতি নুরুজ্জামান খোকন বলেন- মানবিক কাজ গুলো করতে বড় ধরনের অর্থের প্রয়োজন, সরকারিভাবে জেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তার মাধ্যমে কিছু হুইলচেয়ার পেয়ে থাকি,বাকিগুলো ক্রয় করতে হয়। তাছাড়া অর্থের যোগান কিছু মানবিক মানুষ গোপনে সংস্থায় দিয়ে থাকেন। তিনি আরো বলেন, অসহায়দের পাশে দাঁড়াতে মানবিক ও বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নুরুল হুদা বাবু বলেন-মানবতার সেবায় যারা কাজ করেন তাদের আর্থিক সহযোগিতা সহ মনোবল জোগাতে উৎসাহিত করা সকলের দায়িত্ব। হেল্প ফর হেল্পনেস সংস্থার সভাপতি মাহবুব হাসান সাকিব কলেজ পড়ুয়া ছাত্র এই প্রজন্মের মানবিক বন্ধুদের নিয়ে গৌরবের সহিত তিনি বলেন- আমরা কলেজ পড়ুয়া একাধিক বন্ধু মিলে বিগত তিন বছর প্রতিবন্ধী অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে ইতিপূর্বে ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো তবে অর্থনৈতিক অনুদান ও সহযোগিতার প্রয়োজন।










