
বয়লার মুরগি সাধারণ মানুষের করায় ক্ষমতার বাহিরে।
বয়লার মুরগি সাধারণ মানুষ ও কৃষকদের করার ক্ষমতার বাদ বাহিরে দাম উঠে গিয়েছে যেটার দাম কিছুদিন আগেও ১৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হতো সেটা এখন ২২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত উঠে গেছে মানুষ গরুর গোশত কিনতে গেলে ভয় পায় বলে বয়লার মুরগি কিনে খাওয়ার আগ্রহ জাগছিল সেটা এখন মনে হয় বিলুপ্তির পথে কারণ দিন দিন যাহারে বয়লার মুরগির দাম বেড়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে সাধারণ মানুষ বয়লার মুরগির গোস্ত খাওয়াও ছেড়ে দিতে বাধ্য হবে আজ বাজারে গিয়ে সরজমিনের দেখতে পেলাম বয়লার মুরগির দামের চরিত্রটা কিভাবে চলবে মানুষ মানুষ এখন দিশেহারা প্রতিটা দ্রব্যমূল্য দিন দিন মানুষের করায় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
ভিউ: ২৮৫










