
ফরিদপুর জেলার সালথা থানার সোনাপুর ইউনিয়নের পুকুর সংলগ্ন রাস্তার বেহাল দশা
ফরিদপুর জেলার সালথা থানার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের দারুস সুন্নাহ মাদ্রাসার সামনে একটি পুকুর তারপরে ঘরবাড়ি রয়েছে সম্পন্ন ঝুঁকিপূর্ণ।
সালথা থানার ফুকরা গ্রামের পশ্চিমপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার সামনে একটা পুকুরের পাশে ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ মধ্যে আছে কারণ পুকুরের সাইটটা অনেকদিন যাবত ভেঙ্গে যায় এ পর্যন্ত কোন প্রকার সংস্কার না করায় যে রাস্তাটা অনেক ভাঙ্গা আর সাইট ভেঙ্গে দেয়ার কারণে বিভিন্ন সময় ভ্যান গাড়ি মোটরসাইকেল অটো গাড়ি ট্রারাক সহ এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ যাতায়াত করেন অনেক সময় রাস্তার সাথে যেই ঘর বাড়িগুলো আছে ক্ষতির সম্মুখীন হন এমনকি গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ও এমপি মহোদয় নিকট জরুরী ভাবে সংস্কার করে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রতিটা গাড়ি অলাদের দাবি ও সাধারণ মানুষের দাবি এই পুকুরের সাইটটা দূরত্ব নির্মাণ করে দেওয়ার জন্য সকলের কাছে উদার্থ আহ্বান জানান।










