খুলনার পাইকগাছার গড়ুইখালী ইউনিয়নের বগুড়ারচক,আমিরপুর,কানাখালী,পাতড়াবুনিয়া,খড়িয়া মাদার মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নির্বাচনে সাবেক সেনা সার্জেন্ট আঃ রব-আঃ বারিক ও প্রতিদ্বন্ধি ইউপি সদস্য আব্বাস আলী মোল্যা-জাহাঙ্গীর আলম সানা প্যালেন থেকে ২ জন করে পুরুষ অভিভাবক সদস্য ও মহিলা সদস্য পদে দুটি প্যানেলের দু'জন প্রার্থী ৫৭ টি করে সমান-সমান ভোট পেয়েছেন। তবে আব্বাস আলী মোল্লা প্যানেলের সংরক্ষিত মহিলা সদস্য পদে রেহেনা পারভিনের নামের উপর সিল পড়ার কারনে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষনা করেননি প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ। এদিকে চুড়ান্ত ফলাফলের জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কার্যলয়ে উভয় পক্ষ উপস্থিত হয়ে লটারির মাধ্যমে সাবেক সেনা সার্জেন্ট আঃ রব-আঃ বারিক প্যালেন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে আঃ রব-ডাঃ,বারিক প্যানেল থেকে মোঃ,জলিল গাইন(৫৯) ও জাহাঙ্গীর আলম (৫৬) ও আব্বাস আলী মোল্লা-জাহাঙ্গীর আলম সানা প্যানেল থেকে আমীর আলী ঢালী(৫৬) ও রবিউল মিস্ত্রী (৫৭) ভোট পেয়েছিলেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলী শেখ। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন সহ সরজমিন পরিদর্শন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার।