
উত্তরবঙ্গের জনপ্রিয় একটি স্থানের নাম হচ্ছে তিস্তা ব্যারেজ
উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান গুলোর মধ্যে একটি হলো তিস্তা ব্যারেজ এটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ডালিয়া নামক জায়গায় অবস্থিত, এটি উত্তরবঙ্গের তথা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ। এটি ডালিয়া ব্যারেজ বা তিস্তা ব্যারেজ নামে পরিচিত।তিস্তা নদীর উপর নির্মিত। এটি লালমনিরহাট জেলা সদর থেকে ৭০ কিলো মিটার দূরে অবস্থিত। এই ব্যারেজটি তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন মোহাম্মদ এরশাদ এর আমলে ১৯৯০ সালের দিকে নির্মাণ করা হয়। দৃষ্টিনন্দন এই ব্যারেজটিতে মোট ৫২ টি কপাট বা গেট রয়েছে। এই ব্যারেজটির দৈর্ঘ : ৬১৬.৬২মিটার। এছাড়াও এর পাশাপাশি একটি সন্নিহিত ৩০০ মিটারের ব্যারেজ রয়েছে। বছরের বেশিরভাগ সময় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে। এই ব্যারেজটি সৌন্দর্য ছাড়াও তিস্তা নদী আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দর্শণার্থীদের মুগ্ধ করে। এই ব্যারেজটিতে দূরদূরান্ত থেকে মানুষজন পরিবার পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে। এছারাও দর্শনার্থীদের জন্য রয়েছে পিকনিক স্পর্ট, ট্রলার বোর্ড ভ্রমণ,আবাসিক সুবিধা রয়েছে। ভ্রমণ পিপাসুদের চাহিদা মিটানোর পাশাপাশি উত্তরবঙ্গের, কৃষি খেতে গুরুত্বপূর্ণ, ভূমিকা পালন করে আসছে। বর্ষাকালে পানিতে ভরপুর থাকলেও শীতকালে পানি শুকিয়ে যায়, এবং বিস্তীর্ণচর। তৈরি করে।এই ব্যারেজটিকে কাজে লাগিয়ে উত্তর অঞ্চলের,কৃষিতে সেচ দেওয়া হয়।এছাড়াও বর্ষাকালে তিস্তার পানি বেড়ে যাওয়ায় উৎসুক দর্শনার্থীদের ভিড় থাকে দেখার মত।










