
উলিপুরে চলছে মাটি বিক্রির মহা উৎসব
প্রতিনিধি মো:মাইনুল ইসলাম
সরজমিনে গিয়ে দেখা যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের চলছে ট্রাক্টর, ভেকু, এবং ট্রলি দিয়ে দিন রাত একাকার করে বিক্রি করতেছে নদীর দু’পাশের গড় বাধাইয়ের মাটি ও আবাদি জমির মাটি।
এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন মহলের প্রভাবশালী লোকজন। কিন্তু প্রভাবশালী দল ব্যক্তি আর যাই হোক সরকারের উপরে তারা নয় কিন্তু এরপরেও কেন এর প্রতিকার করা হচ্ছে না বলে মন্তব্য অনেকেরই। শুধু তাই নয় রাস্তায় বেরোলেই দেখা মেলে ট্রাক্টর, আর ট্রলি ,প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে যেমন- রিক্সা, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল, এবং সাইকেল, এই ট্রাক্টরের কারণেই ধুলাবালি দিয়ে অন্ধকার হয়ে পরে একটি গাড়ি গেলে পরে আর চোখের সামনে কিছুই দেখা যায় না এছাড়াও এই ট্রাক্টরের কারণে ঝুঁকিতে পড়ছে ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সহ লোকজনের রাস্তার পাশে থাকা ঘরবাড়িও আর ঘটেই চলছে নানা ধরনের দুর্ঘটনা।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন যে আমি এ বিষয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছি কয়েকটি গাড়ি সহ কয়েকজন লোকের নামে মামলাও করা হয়েছে।তাই এছাড়াও যদি আর কোন ধরনের তথ্য আমাকে জানানো হয় তা আমি অবশ্যই থানায় জানাব যাতে সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করেন।










