গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামে মাদককে ন বলুন, খেলাধুলাকে উদ্বুদ্ধকরন বিষয়ে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছেলেদের মাদকাসক্তি থেকে দূরে সরিয়ে রাখা ছিল এর মূল উদ্দেশ্য।
বরিয়াবহ গ্রামের বিশিষ্টজনদের আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট ছয়টি দল।
নক আউট পদ্ধতীতে খেলায় ফাইনালে অংশগ্রহণ করে দুটি দল। অন্তর, রিয়াদ জুটি বনাম উদয়, জিয়াদ জুটি। খেলাটি নিষ্পত্তি হয় তিনটি গেম এর মাধ্যমে। দুটো গেম অন্তর, রিয়াদ জুটি জিতে নেয় এবং উদয় জিয়াদ জুটি একটি গেম জিতে নেয়।
দুই এক গেমে নিষ্পত্তি হওয়ায় অন্তর রিয়াদ জুটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। উক্ত টুর্নামেন্ট টি পরিচালনা করেন, সৈয়দ রুহুল কুদ্দুস। টুর্নামেন্টের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ভৃংরাজ তালেবাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের ইংরেজি শিক্ষক জনাব মোঃ জামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন করেন সৈয়দ দেলোয়ার হোসেন। উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে বিজয়ী অন্তর রিয়াদ জুটির হাতে প্রথম পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি এরকম আয়োজনকে স্বাগতম জানিয়েছেন। তিনি আরো বলেন খেলাধুলার মাঝে থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। বরিয়াবহ গ্রামবাসী এরকম একটি আয়োজনে প্রশংসার দাবিদার। ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অতি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন । টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন, বিজয়ী দলের অন্তর হোসেন।