
নীলফামারীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র ঘটনা স্হলে উপস্থিত থাকা সাংবাদিকের ভাই এর উপর দেশীয় অস্ত্র সহ হামলা চালিয়েছে চিন্তিত স্হানীয় এক দল সন্ত্রাসী , ভাই কে বাঁচাতে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিক ও।
ঘটনা টি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে নীলফামারীর সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা বাজার নামক স্হানে।
দায়ের করা মামলার সুত্র মতে জানা যায় গতকাল দুপুরে জাতীয় দৈনিক আইনের চোখ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হারুন অর রশিদ এর আপন চাচাতো ভাই মোহাম্মদ সাকিবুল হাসান সাকিব উক্ত বাজারে কাছে একটি মোটরসাইকেল এর দোকানে দাড়ালে চিন্তিত সন্ত্রাসীরা সহ আরো বেশ কয়েকজন দেশীয় অস্ত্র সহ তার উপর হামলা করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এমনতা অবস্থায় আমি তার চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে তারা আমার উপর ও হামলা শুরু করে এমতাবস্থায় আমরা বেহুশ হওয়ার মতো হয়ে গেলে স্হানীয় লোকজন আমাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আর এই ঘটনায় আমি ৪ জনের নাম উল্লেখ করে অঙ্গাত নামা আরো কয়েকজনের নামে একটি মামলা দায়ের করি,
উল্লেখিত নামের আসামিরা হলো ১, সাকিব (২৩) পিতা আ: রহমান, ২, বাদশা মিয়া (১৯), পিতা : হামিদুল ইসলাম, ৩, আ: রহমান (৫০) পিতা মৃত কেল্টু মাহমুদ , এবং ৪ নং আসামি হলো অহিদুল ইসলাম গাটিয়া (৫২) পিতা: মৃত নাইভেল্টা সকালে স্হানীয় ঠিকানা মোড়ালের ডাঙ্গা।
এবং তারা জানান যে এর পর যদি তারা আমাদেরকে উক্ত এলাকায় দেখে তাহলে তারা আমার ও আমার ভাই কে হত্যা করে লাশ গুম করে দেবে।
এবিষয়ে নীলফামারীর সদর থানার অফিসার ইনচার্জ ওসি এর সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা যায় নি।










