
মতিঝিলে ভবন থেকে পড়ে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু
গোলাম রাব্বি সবুজ ধামরাই ঢাকা প্রতিনিধি৷
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে আটতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে মারা গেছেন এক পুলিশ সদস্যের স্ত্রী।নিহতের নাম হামিদা আক্তার (২৮)।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হামিদা নিচে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার এসআই ফাতেমা আক্তার বলেন, এজিবি কলোনির তিন নম্বর ভবনের নীচ থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ওই ভবনের আটতলার বারান্দা থেকে অসাবধানতায় নিচে পড়ে যান হামিদা।”
হামিদার বাড়ি ঢাকার ধামরাই থানার মহিষাসী গ্রামে।
এজিবি কলোনিও ওই ভবনের ৮বি নম্বর ফ্ল্যাটে স্বামী সাদ্দাম হোসেনের সঙ্গে থাকতেন তিনি।
এসআই ফাতেমা বলেন, সাদ্দাম হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন।এদিকে মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুই বছর ধরে এই নারী মানসিকভাবে অসুস্থ। এই দম্পতির দুই শিশু সন্তানের দেখভাল করার জন্য হামিদার মা ও ছোট ভাই ওই বাসায় থাকেন।
“ঘটনার সময়ও হামিদার মা ও ভাই বাসায় ছিল। তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, হামিদা কোনোভাবে পড়ে যেতে পারেন বা লাফও দিতে পারেন।”










