আলমগীর-জিসানের নেতৃত্বে টাঙ্গন বেতার শ্রোতাক্লাব
Spread the love

আলমগীর-জিসানের নেতৃত্বে টাঙ্গন বেতার শ্রোতাক্লাব

মোঃ হানিফ বিন রফিক রিপোর্টার

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের নিবন্ধিত অন্যতম বেতার শ্রোতাক্লাব টাঙ্গন বেতার শ্রোতাক্লাবের ২০২৪-২০২৬ ২ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। ২০১৫ সালে একদল মেধাবী এবং উদ্যম তরুণদের সমন্বয়ে গঠিত হয় ‘টাঙ্গন বেতার শ্রোতাক্লাব।’ প্রতিনিয়ত নিজেদের পড়াশোনার বাইরের সময়কে সমাজ সংস্কারে কাজে ব্যয় করছে সংগঠনের একঝাঁক তরুণ। বর্তমানে সংগঠনের সাধারণ সদস্য প্রায় তিন শতাধিক।  টাঙ্গন বেতার শ্রোতা ক্লাবটির প্রধান উপদেষ্টা মোঃ আলেক চানের স্বাক্ষরিত এক নোটিশে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেয়া হয়। ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর ইসলাম ও সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান নির্বাচিত হোন।

কমিটিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এ বি এম সাঈদ মাহমু, মোস্তাকিমা আক্তার মিতু, সহ সভাপতি মেহেদী হাসান সাগর, আবু লোমান হোসেন শুভ, মো: সোহরাব হোসেন, মুসলিমা রহমান তামান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: আন্নিকা, মো: রাকিব শাহ, মো: ইমতিয়াজ আহমেদ শিহাব, মো: জোবায়ের রশিদ জীম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন ইমন, সহ সাংগঠনিক মোহনা আক্তার মৌ, শাহরিয়ার নাদিম জয়, শোভন রায়, আরাফাত ইসলাম জিসান, অর্থ সম্পাদক আবির সরকার, দপ্তর সম্পাদক শাওন হোসেন, প্রচার সম্পাদক আহসানুর সরকার রানা, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কেয়ামনি, পাঠাগার সম্পাদক সুমি আক্তার, আইসিটি সম্পাদক মাসকুর আহমেদ, সমাজসেবা সম্পাদক রনি সরকার, ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন অভি, সাহিত্য সম্পাদক ফজলে নুর ইমন, সংস্কৃতি সম্পাদক সুবর্ন রায় স্বপ্ন, সহ সংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, অনুষ্ঠান সম্পাদক শরিফা আক্তার, যোগাযোগ সম্পাদক উম্মে হাবিবা, প্রশিক্ষণ সম্পাদক সুইটি রাণী, প্রকাশনা সম্পাদক তাসবিহ আল ওয়াসি, বইমেলা সম্পাদক শফিক উদ্দিন শুভ, কার্যনির্বাহী সদস্য নাবিহা ইসলাম সুহা, সুদীপ্ত দাস, সাজ্জাদ শাওন, প্রীতি বর্মন, এম মর্তুজা, মুসফিরাত তাসনিম, রাসেল ইসলাম, মোঃ হানিফ বিন রফিক, আসাদুস জামান রানা।নবগঠিত এই কমিটি শ্রোতা বৃদ্ধি করা, নতুন শ্রোতাদের বেতারমুখী করা, নিয়মিত শ্রোতা আড্ডা সচল রাখা, সমাজকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। টাঙ্গন বেতার শ্রোতাক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন,প্রথমেই ধন্যবাদ ও অভিনন্দন জানাই সকল সদস্যকে। আমারা বেতার শোনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম যেমনঃ বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। আশা রাখছি, আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31