শীতে কাঁপছে পঞ্চগড়ের গরিব অসহায় হতদরিদ্র মানুষ
মোঃ হেকমত আলী মন্ডল পঞ্চগড় প্রতিনিধি
উত্তরবঙ্গের শেষ জেলা পঞ্চগড় জেলায় আজ কয়েকদিন হয় সূর্যের দেখা মিলেনি তাই শীতের তাণ্ডবে গরিব অসহায় মানুষের বেহাল অবস্থা পারছেনা গরিব অসহায় মানুষ ঘরের বাইরে যেতে পারছেনা শ্রমিকরা কৃষি কাজ করতে কৃষকরা পাচ্ছে না নিয়মিত কৃষি কাজ করার জন্য ডে লেবার ঠান্ডার কারণে এদিকে শীতের কারণে বেড়ে যাচ্ছে শীত জনিত রক যেমন জ্বর সর্দি কাশ ছোট ছোট বাচ্চাদের নিমনিয়া বমি এবং নিরহ অসহায় মানুষ শীত কাটাচ্ছে খের খুড়ি দিয়ে আগুনের তাপে এদিকে শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের কৃষি আবাদ যেমন আলু ভুট্টা সরিষা পিয়াজ হাইব্রিড ও মরিচ এরকম আরো বিভিন্ন ধরনের কৃষি আবাদ এদিকে শীতের কারণে কষ্টে দিন কাটছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ পারছেনা ঠিকমতো কর্ম করতে পারছে না ভ্যান ও রিক্সা চালাতে পারছেনা ঠিকমত সংসারের খরচা চালাতে শীতের কারণে বেহাল অবস্থা পঞ্চগড় জেলার গরীব অসহায় মানুষের এদিকে পায় নেই অন্য বারের মত গরিব অসহায় মানুষ শীতের কাপড় ও শীত বস্ত্র কিন্তু কয়েক দিনের চাইতে আজকে কুয়াশা অনেকটাই কম কিন্তু শীত অনেকটাই বেশি পশ্চিম পাশের হিমেল হাওয়া বইয়ে যাচ্ছে সব সময় তাই ঠান্ডা একটু বেশি
https://www.youtube.com/watch?v=tGcXuuebIOM