
খুলনার পাইকগাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) সকাল ১১ টায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই বর্ষবরণের মধ্যে দিয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, দেবাশীষ কুমার দাশ, সঞ্জয় দেবনাথ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী।
উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা এর উপস্থাপনায় সভার শুরুতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষকরা পরস্পরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সহ-সভাপতি অলোক মৃধা, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জানান, প্রধান শিক্ষক শেখ হাফিজুল ইসলাম, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন, নার্গিস সুলতানা, সৌরভ রায়, বিএম আখতার হোসেন,
মো. কোহিনূর ইসলাম, রেখা রাণী মন্ডল, খুরশিদা আক্তার, রিনা রাণী ঘোষ, শিপ্রা বর, অহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান, জয়া দাশ, অজয় রায়, নাজিরা খাতুন, জাহানারা খাতুন, বেনজির আহমেদ, নজরুল ইসলাম, আ. হাদি, ছন্দা ঘোষ, অজয় রায়, সুষমা, শেখর রায়, লুৎফর রহমান গাজী, গোপাল চন্দ্র বিশ্বাস, সুকুমার গোলদার প্রমুখ।