মো:শাহআলম খান, রিপোর্টার,
গতকাল ৯ জানুয়ারী ২৪ বিকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয় নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের জৌসার গ্রামের আজিজ সিকদরের ছেলে মো: ফয়সাল। আহত ফয়সাল জানান তিনি এ বছর নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর সমর্থন করেন এবং এলাকায় নৌকার পক্ষে প্রচারনা চালায় এতে সতন্ত্র প্রার্থীর কিছু সুবিধাভোগী ক্ষিপ্ত হয় এবং নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকী দেয়,গতকাল ১ টার দিকে স্থানীয় লিটলের চা দোকানে ফয়সাল তার বন্ধুকে নিয়া চা খেতে গেলে সাইদুর রহমান মোল্লার ছেলে মো:ফরিদ মোল্লা ও দেলোয়ার শরীফের ছেলে মো: মামুন তাকে এলোপাতারি মারতে থাকে, এতে সে গুরুতর আহত হয়।অবস্থা বেগতিক দেখে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনা স্থলে যায়,পুলিশের খবর পেয়ে ফরিদ ও মামুন পালিয়ে যায়,পরবর্তীতে নেছারাবাদ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ফয়সাল তবে আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।স্থানীয় লোকজন এমন প্রতিহিংসার অবসান চায়।