
মোঃ মুরাদ হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জননেতা চয়ন ইসলাম ১ লাখ২ ৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মো: হালিমুল হক মিরু ২৫ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির মোঃ মোক্তার হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো: রেজাউর রশীদ খান, তৃণমূল বিএনপির তারিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মো: মোজাম্মেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মোহাম্মাদ শামীম, বাংলাদেশ সুপ্রিম পার্টির কাজী মো: আলামীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও ৬৭ সিরাজগঞ্জ শাহজাদপুর ৬ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
এ আসনে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩৭৭৭ জন। এর মধ্যে পুরষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৫০ জন, নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৬২৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।