
গাজীপুর-১ আসনের ভোটের লড়াইয়ে ৪র্থ বারের মতো এম পি নির্বাচিত হলেন, আ ক ম মোজাম্মেল হক।
৭জানুয়ারি ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনীত(নৌকা) হেভিওয়েট প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক, ১৬৪৩০ ভোটের ব্যবধানে, তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল(ট্রাক)কে পরাজিত করে টানা ৪র্থ বারের মতো এম পি নির্বাচিত হয়েছেন।
রাজধানীর অদুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনটি হচ্ছে গাজীপুর-১। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নাম্বার ওয়ার্ড থেকে ১৮ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত আসনটিতে টানা চার বার এম পি নির্বাচিত হলেন হেভিওয়েট মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চর্তুথ বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছিলেন, ১৯শে মার্চের এই মহানায়ক। বর্তমানে তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি। তিনি গত ১৯৭৩-১৯৮৬ সাল পর্যন্ত ৩ বার জয়দেবপুর ইউপি চেয়ারম্যান, ১৯৮৯-২০০৮ সাল পর্যন্ত ৪ দফায় গাজীপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২০০৮ সালে পৌর মেয়র থেকে পদত্যাগ করে প্রথমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন বর্ষিয়ান এ নেতা। এরপর তিনি দশম ও একাদশ জাতীয় সংসংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন (নৌকা) পেয়ে এ আসন থেকে পূনঃনির্বাচিত হন। পর পর দুই বার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর দায়িত্ব পালন করছেন স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত এ নেতা। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গাজীপুর ১ আসনে ব্যাপক উন্নয়নে ভুমিকা রাখার জন্য সাধারণ ভোটারদের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্থান ছিল সবার হৃদয়ে।
তফসিল ঘোষণার পর থেকেই ব্যানার, পোস্টার, উঠান বৈঠক এবং মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণায় অত্র আসনটি ছিল নির্বাচনী হাওয়ায় সরগরম।
প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গিয়েও জনসংযোগ করেছেন প্রবীণ এই নেতা।
তার উন্নয়নের ধারাবাহিকতার ফসল হিসেবে তিনি চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বলে নেতাকর্মী ও ভোটারদের অভিমত।
নির্বাচন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল । নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছেও বলে তিনি ব্যক্ত করেন।










