হেভিওয়েট প্রার্থীদের যাঁরা হারলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগ জিতলেও বেশ কয়েকজন পরাজিত হয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী ও বর্তমান প্রতিমন্ত্রী এবং দলীয় প্রধান রয়েছেন। গতকাল রবিবার ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনী ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত ছয়বারের এই সংসদ সদস্য (এমপি) এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন। ফরিদপুর-৪ আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ।
বর্তমানে সরকারের দুই প্রতিমন্ত্রী এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।
তাঁরা হলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ঢাকা-১৯ আসনের এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। পরাজিত হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী দুইবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
রাজশাহী-২ আসন থেকে তিনবার নির্বাচিত এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। পরাজিত হয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম।
সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী।