
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা২০ ধামরাই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৯ হাজার ৯৬টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব বেনজীর আহমেদ রোববার (৭ জানুয়ারি) উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন এবং ০১ পৌরসভাসহ ঢাকা ২০ আসন। যেখানে মোট ১৪৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
আলহাজ্ব বেনজীর আহমদ পেয়েছেন ৮৩ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মোহাদ্দেস হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৩ ভোট।
ভিউ: ৫১৫










