
পাইকগাছায় নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে উত্তেজনায়; প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
খুলনার পাইকগাছা পৌরসভা জিরো পয়েন্টে বৃহস্পতিবার দুপুর নাগাদ কয়রা থেকে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলমের কর্মী সমর্থকরা শত শত মোটরসাইকেল যোগে নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে পৌরসভার বাজার হয়ে পৌরসভা জিরো পয়েন্টে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, একই সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর কর্মী সমর্থকরা পৌরসভা জিরো পয়েন্টে গণসংযোগ লিফলেট বিতরণ ও নৌকার মিছিল করছিলো। এসময়ে উভয়পক্ষ মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বর্ডার গার্ড বিজিবি, ব্যাটেলিয়ান আনসার স্টাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিয়ে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন জানান দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।










