
পটিয়ায় নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের হামলা, দুই সমর্থক ছুরিকাহত ও একজন গুরুতর আহত
চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতা যেন থামছেনা, আবারও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে প্রচারণার জনসংযোগে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ঈগলের দুই সমর্থককে ছুরিকাঘাতে আহত করেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৌরগোবিন্দ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন, বিক্রমজিৎ মিত্র (৪০) ও রনি মিত্র (৩০)। হামলার ঘটনায় ঝুলন দত্ত (৪৮) নামে আরেক ঈগল সমর্থক গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃদুল কান্তি নন্দী জানিয়েছেন, ঈগল প্রতীকের সমর্থনে এলাকায় জনসংযোগকালে নৌকা সমর্থক ২০-৩০ জন হাবিলাসদ্বীপে এসে অতর্কিত হামলা চালায়।
আহত ঝুলন দত্ত জানান, আমাকে তিন দফা হামলা চালানো হয়। পরে প্রাণে বাঁচতে মন্দিরের ভেতরে ঢুকে পরি। সেখানেও রক্ষা পায়নি। তারা মন্দিরের ভেতর ঢুকে আমার উপর হামলা চালায়।এর আগে বিক্রম ও রনি পিটিয়ে গুরুতর আহত করে এবং শরীরে ছুরি মেড়ে রক্তাক্ত করে।
এই ব্যাপারে হাবিলাসদ্বীপ ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এনডিসি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন বলেন-আজকে সকাল থেকে আমাদের নৌকা প্রতীকের কোন কর্মী সমর্থক হাবিলাসদ্বীপে গ্রামে যায়নি আমরা সারাদিন আমাদের নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিলো সবায়।হাবিলাসদ্বীপ গ্রাম যেহেতু ঐতিহ্যগতভাবেই নৌকার ভোট ব্যাংক হিসাবে পরিচিত তাই নৌকা মার্কার এই ভোটারদের বিভ্রান্ত করার জন্য এবং আমাদের দুর্নাম রটানোর এমনি একটি ঘটনা নিজেদের মধ্যে।আমাদের দুর্নাম রটানোর এমনি একটি ঘটনা নিজেদের মধ্যে নিজেরাই গঠিয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে আমরা যতোটুকু শুনেনি বিকাল পাঁচটার দিকে ঈগল মার্কার টাকার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে এক পর্যায়ে তারা মদ্যপ অবস্হায় নিজেরা নিজেরাই ছুরি মারামারি করেছে।
এব্যাপার পটিয়া থানার ওসি জসিম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, চুরিকাঘাতে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। তারা বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।










