
ভলুকা মডেল থানার উদ্যোগে কন্বল বিতরন করা হয়েছে।আজ বৃহঃপতিবার বিকাল ২টা থানা চত্বরে অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ১১ টি ইউনিয়নের ১০৪ জন নারী ও পুরুষ গ্রাম পুলিশের মাঝে এই শীতবস্ত্র কন্বল বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অসি তদন্ত জাহাঙ্গীর আলম অন্যান্য অফিসার পুলিশ সদস্য সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ভিউ: ২৮৩










