ঢাকা ৩ আস‌নের নৌকার প‌ক্ষে মেম্বার মৌগলের উ‌ধ্যেগে পথসভা
Spread the love

ঢাকা ৩ আস‌নের নৌকার প‌ক্ষে মেম্বার মৌগলের উ‌ধ্যেগে পথসভা

রা‌সেল মাহমুদ,

ঢাকা ৩ আস‌নে আওয়ামীল‌ীগ ম‌নো‌নীত ‌নে‌ৗকার প্রার্থী নজরুল হা‌মিদ বিপু এর প‌ক্ষে বিশাল এক পথ সভা ও মি‌শিলের আ‌য়োজন ক‌রেন কেরানীগঞ্জ উপ‌জেলাধীন শুভাঢ‌্যা ইউ‌নিয়নের ৩নং ওর্য়াড মেম্বার জনাব শ‌হিদুল ইসলাম মোঘল,সহ সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগ, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগ।

বৃহস্প‌তিবার(৪ই জানুয়া‌রি) বি‌কেল ৩ ঘ‌টিকায় মেসাঘ মেম্বা‌রের অ‌ফি‌সের সাম‌নে থে‌কে মুস‌লিমনগর হ‌য়ে শুরু ক‌রে বিশাল এ পথসভা‌টি ‌চৌধু‌রিপাড়া,আ‌মিন পাড়া,চুনকু‌টিয়া ,চৌরাস্তা,পাকা‌পোল,কা‌লিগঞ্জ বাজা‌র পর্যন্ত পথসভা‌টি অনু‌ষ্ঠিত হয়।

কা‌লিগঞ্জ বাজা‌রে এ‌সে ৪ টি ওয়ার্ড এর সম্বন‌য়ে ‌নৌকা মনোনীতি এম‌পি পদপ্রার্থী নজরুল হা‌মিদ বিপু সহ বিশাল পদযাসভা শুভাঢ‌্যা ইউ‌নিয়‌নে কম‌প্লেক্স এর সাম‌নে গি‌য়ে শেষ হয়।

পথসভায় এম‌পি প্রার্থী ও বিদুৎ ও জ্বালা‌নি উপম‌ন্ত্রি নজরুল হা‌বিদ‌ বিপু ব‌লেন,আমরা বিদৎ সহ সব ক্ষে‌ত্রে উন্নয়ন ক‌রেছি তাই ভোট টা নৌকার প‌ক্ষে দেওয়ার আহ্বান রই‌লো সবাই কে‌ন্দ্রে যা‌বেন ভোট দি‌বেন ।

পথসভা শে‌ষে মোঘল মেম্বার ব‌লেন,আমরা শিক্ষা সহ রা‌স্ট্রিয় সর্বক্ষে‌ত্রে উন্নয়ন ক‌রে আস‌ছি তাই ৭ তা‌রিখ নৌকায় ভোট দি‌য়ে এ উন্নয়ন অব‌্যাহত রাখার আহ্বান যানা‌চ্ছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31