
বরিশাল হিজলা উপজেলায় জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, এর উদ্যোগে হিজলা উপজেলার কাউরিয়া বাজার, দুর্গাপুর , বান্দেরহাট, মৌলভীরহাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হিজলা নৌ-পুলিশ ইউনিটের সমন্বয়ে মৎস্য অভিযান পরিচালনা করা হয়েছে ।অভিযানের নেতৃত্ব দেন হিজলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব এম এম পারভেজ । এ সময় আনুমানিক ১ মণ জাটকা জব্দ করা হয়েছে ৷ জব্দকৃত জাটকা কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় বিতরণ করা হয় ।এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব এম এম পারভেজ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষে এ অভিযান চলমান থাকবে।