দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী- মন্নান তালুকদার
মো. শাহীন আলম, প্রতিনিধি::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী আব্দুল মন্নান তালুকদার।
মঙ্গলবার (০২ জানুয়ারী ২৪) সকাল ১১ টায় জামালগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আমি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির সাথে একনিষ্ঠ ভাবে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করি। মহাজোট সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম।
এবারো দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনীত হয়ে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাই। তৃণমূল ভোটারের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। কিন্তু প্রচার প্রচারণায় আমি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বারবার যোগাযোগ করলেও তাঁদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। এ অবস্থায় আমি স্পষ্ট বুঝতে পেরেছি আসন ভাগাভাগি ও প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।