
আলমডাঙ্গার জামজামী ইউনিয়নে জামজামী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত।
জামজামী প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে জামজামী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে ছাত্র ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সারাদেশের ন্যায় জামজামী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন করা হয়। এতে স্কুলের শত শত শিক্ষার্থী উপস্থিত হয়ে উৎসবে ভিন্নমাত্রা রূপ দেয়।
বই বিতরন উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জামজামী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ০৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফুল ইসলাম।
নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। পাশাপাশি নতুন বছরে সন্তানদের হাতে নতুন বই তুলে দিতে পেরে অভিভাবকরাও সন্তুষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (অবঃ)মোঃ ওয়াজেদ আলী , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা মোছাঃ মুসলিমা খাতুন, সহকারী মোঃ রবিউল ইসলাম , সহকারী শিক্ষিকা মোছাঃ রেহেনা খাতুন, মাহবুবা রহমান ও মোছাঃ সোহানা পারভীন । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল ইসলাম সহ সকল ছাত্র ছাত্রীর অভিভাবক বৃন্দ্র।










