
চট্টগ্রাম-১২ পটিয়ার সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদ্য বিদায়ি পটিয়ার উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী নৌকা মার্কার সমর্থনে জনমত দৃষ্টিও ভোটারদের যোগ্যপ্রার্থীকে ভোট দিতে আহবান জানিয়ে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের মরহুম আবদুল খালেক মেম্বারের উঠানে আজ রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রামের স্বনামধন্য এনডিসি গ্রুপের চেয়ারম্যান বিজিএমই ও রিহ্যাব সদস্য বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব নাজিম উদ্দীন চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইদ্রিস খানঁ কপিল আলী আজগর বাহাদুর,মোঃ জাহেদুল হক, মোঃ সাইফুল ইসলাম,মহিলা মেম্বার রুমা আকতার, মহসীন খান,যুবলীগ নেতা আমজাদ হোসেন,বোরহান উদ্দীন আকবরীসহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ মহিলালীগ নেতৃবৃন্দ।










