খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী লস্কর ইউনিয়নের ৪৫ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সৃতি সংরক্ষণে দৃষ্টিনন্দন বীর মঞ্চের টাইলস এর কাজের উদ্বোধন করা হয়েছে।
১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ছিনিয়ে আনা স্বাধীন বাংলাদেশের প্রত্যক্ষ অংশীদার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা অত্র ইউনিয়নের কৃতি সন্তানদের সৃতি সংরক্ষণে ইউনিয়ন পরিষদ আঙিনায় বীর মঞ্চের এমন উদ্যোগে রীতি মত সর্ব মহলের প্রশংসায় ভাসছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান তুহিন।
শনিবার(৩০ ডিসেম্বর) সরজমিন ঘুরে দেখা যায়, ৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত ও মৃত্যু সকলকে স্বরণীয় করে রাখতে টাইলস এর উপর তাদের সচিত্র করে সেটি বীর মঞ্চের ওয়ালে লাগানো হচ্ছে। যা কিনা ইউনিয়ন পরিষদের শোভা বর্ধন করছে। এছাড়াও এটি দেখে আশেপাশের ইউনিয়নগুলো এধরনের কাজ অনুসরণ করে মুক্তিযোদ্ধাদের স্বরনে এমন উদ্যোগ নিবে বলে মনে করছেন অনেকে। বীর মঞ্চটি ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
এদিকে এমন মহতি উদ্যোগ নেওয়ায় চেয়ারম্যান তুহিন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন জীবিত ও মৃত্যু বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য বৃন্দ।
এবিষয়ে অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান তুহিন জানান, আমি চিরদিন থাকবো না তবে এমন কিছু কাজ আমাকে অনুপ্রাণিত করে- যে কাজগুলো আমি মৃত্যু পরবর্তী আমার ইউনিয়নের মানুষ আমাকে শ্রদ্ধা ভরে স্বরণে রাখে।