পটিয়ায় ঈগল প্রার্থীর গাড়িবহরে হামলা, মাথা ফেটেছে প্রার্থীর ভাইয়ের
Spread the love

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের গাড়িবহরে আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় মারধর করে আহত করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর অন্তত পাঁচজন কর্মীকে। হামলায় স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম -১২ পটিয়ার তিনবারে সাংসদ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই ফজলুল হক চৌধুরী মহব্বতের মাথা ফেটে যায়। হুইপকে বহনকারী গাড়ির সাইড গ্লাস ভেঙে দেওয়া হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় সংসদের হুইপ ও বর্তমান সাংসদ সামশুল হক চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন জানান, বেলা ১২টার দিকে তাঁরা নির্বাচনী প্রচারণার গাড়িবহর নিয়ে শান্তির হাট বাজার অতিক্রম করছিলেন।
এ সময় তাঁদের গাড়িবহরে নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ১৫ থেকে ২০ জন হামলা চালান। তাদের হামলায় হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বতের মাথা ফেটে যায়। তাঁরা হুইপের বহনকারী গাড়িতে হামলা করে গ্লাস ভাংচুর করে। মাইক্রোবাস ভাঙচুর করেন ও গাড়ি থেকে নামিয়ে কর্মীদের মারপিট করেন। এতে পাঁচ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন নাজমুল করিম চৌধুরী শারুন।
আহত সাজন হলেন, হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত (৫৫), নাজমা আক্তার (৩০), বেলাল চৌধুরী (৫৫), আরিফ (৩২), আবু তৈয়ব (৩২), রিমন (২৭), মিনহাজ উদ্দিন (২৫), মানিক (৪০), ইউপি সদস্য সালাউদ্দিন সরওয়ার (৩৩)।
তাদের মধ্যে ফজলুল হক চৌধুরী মহব্বতকে পটি

তাদের মধ্যে ফজলুল হক চৌধুরী মহব্বতকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইরম আবেদীন। বাকী সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ও হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর দিন থেকেই নৌকার কর্মী-সমর্থকেরা বাধা দিচ্ছেন। সশস্ত্র অবস্থায় তাঁরা হামলা করছেন। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আশা করছি প্রশাসন এসব বিষয়ে নজর দেবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ‘ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রচারণা চালাতে গিয়ে এমন ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
এ প্রসঙ্গে জানতে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। তবে নৌকার সমর্থক কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানা জানিয়েছেন, শনিবার সকালে শান্তিরহাটে নৌকা সমর্থিত কার্যালয়ে মহিলা কর্মী সভা চলছিল। সভা চলাকালীন অদূরে মাদ্রাসা গেইট এলাকায় স্বতন্ত্র প্রার্থীকে সড়কে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে আমরা ছুটে গিয়ে উদ্ধার করে নিরাপদে পৌছাতে সহযোগিতা করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31