
চট্টগ্রাম-পটিয়া নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরীর নৌকা মার্কার নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করতে গতকাল রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাচন সমন্বয়ক কমিটির প্রতিনিধি দল গতকাল পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চট্টগ্রামের সমন্বয়ক আরফাত হোসেন চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান,হুলাইন ছালেহ নূর কলেজ কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ ইদ্রিস খানঁ কপিল, আওয়ামী যুব মহিলালীগ নেত্রীও ইউপি সদস্য রুমা আকতারসহ হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।