নির্বাচনী হাওয়া, আর ভোটারদের চাওয়া, মাঝখানে থেকেই যাচ্ছে শূন্যতা
Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নারছে। এরই মধ্যে চুয়াডাঙ্গা ১ আসনে দলীয় প্রার্থী এবং সতন্ত্র প্রার্থীর মধ্যে বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলাও দেখা দিলেও তা কঠোরতার সাথে দমন করছে প্রশাসন ।

আচরন বিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, যানজট সৃষ্টি করে শোডাউন ও ব্যানার ব্যবহারে নিয়ম না মানাসহ মসজিদ, মাদ্রাসা ধর্মীয় জায়গায় প্রচারনা যাতে না করে সেজন্য নির্বাচন আচরন বিধি মানার জন্য অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও মাঠে মোতায়েন করা হয়েছে।
চলাচল বিঘ্ন করে সড়কে জনসভা ও পথসভা না করা । সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রার্থী হলে সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না এদিক থেকে প্রার্থীর পক্ষে বিপক্ষে বিভিন্ন অভিযোগ থাকলেও সব ছাপিয়ে এখন প্রাথীদের এবং ভোটারদের মাঝে আস্থা ও ভালোবাসার শূন্যতা দেখা দিয়েছে ।
আলমডাঙ্গা উপজেলার বেশ কিছু গ্রাম ঘুরে বাড়ি বাড়ি যেয়ে দেখা গেছে, ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা তুলনামূলকভাবে একটু কম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আসন্ন সংসদ নির্বাচন শুধু প্রার্থীদের অফিসে- অফিসে নেতাকর্মীদের বিচরন দেখা যাচ্ছে। তাছাড়া মুল ভোটারদের নিকট এখন পর্যন্ত কোন প্রার্থী বা তাদের কর্মী পৌছাতে পারেনি। নির্বাচনী হাওয়া আর ভোটারদের চাওয়া এখন পর্যন্ত কোন পার্থী পূরন করতে না পারলেও, তার পরিবর্তে মোবাইল ফোনে ম্যাসেজ অথবা মোবাইল নাম্বারে অডিও ক্লিপ দিয়ে নবকৌশলে প্রচারনা চালিয়ে যাচ্ছে , যা অনেকের কাছে বিরক্তির কারনও হচ্ছে। সব মিলিয়ে প্রযুক্তির সহায়তায় নব্য কৌশলে রোবটের মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। অনেকেই বলছে ভোটারদের থেকে প্রার্থী বিচ্ছিন্ন এখনই হয়ে যাচ্ছে। ভোটারদের মাঝে ইতিমধ্যে হতাশায় দানা বাঁধতে শুরু করেছে নির্বাচনের পরে সে ভালোবাসা, আদর, ভক্তি প্রার্থীর মাঝে কতটুকু থাকবে।
উল্লেখ্য যে চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৩৯৮০ জন। এ আসনে নৌকার মনোনীত প্রার্থী সোলাইমান হক জোয়ার্দার ছেলুন এবং স্বতন্ত্র প্রার্থী এম, এ, রাজ্জাক খান রাজ ফ্রিজ প্রতীক,স্বতন্ত্র প্রার্থী দীলিপ কুমার আগরওয়ালা ঈগল পাখি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এম শহিদুর রহমান ট্রাক প্রতীক।ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইদ্রিস চৌধুরী আম প্রতীক , জাতীয় পার্টির এ্যাডভোকেট সোহরাব হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে, তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে নৌকা, ঈগল এবং ফ্রিজ প্রতীকের প্রার্থীগন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31