
খুলনা -১ আসনে লড়াই হবে বাংলাদেশ আওয়ামী নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগল,প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী ড. প্রশান্ত কুমার রায় সহ আরো দুই জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতা করছে তবে সাধারণ ভোটারেরা মনে করেন মুল লড়াই হবে নৌকা ও ঈগল প্রতিকের হাড্ডাহাড্ডি। খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, খুলনা -১ আসন দাকোপ বটিয়াঘাটা আওয়ামী লীগ, তৃনমুল বিএনপি, জাকের পার্টির, জাতীয় পার্টিসহ ৫ জন প্রার্থী ছিলেন জাকের পার্টির প্রার্থী নির্বাচন না করায় খুলনা -১ আসনে ৪ জন নির্বাচন অংশ গ্রহন করেন, তারমধ্যে সাবেক এমপি ননি গোপাল মন্ডল নৌকা, কাজী হাসানুর রসিদ লাঙ্গল ও ড. প্রশান্ত কুমার রায় ঈগল, গোবিন্দ প্রামাণিক সোনালী আঁশ নিয়ে নির্বাচন প্রচারণা চালাচ্ছে । খুলনা -১ আসনটি দাকোপ -বটিয়াঘাটা, উপজেলা দুইটি ও একটি পৌরসভা নিয়ে গঠিত।১৯৯৬ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খুলনা-১ আসনে জয়ী হয়েছিলেন। পরে শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। পঞ্চানন বিশ্বাস ওই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। পরে পঞ্চানন বিশ্বাস আবার আওয়ামীলীগে যোগ দেন।পঞ্চানন বিশ্বাস ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। ওইবার ৭৮ হাজার ৫৫২ ভোট পেয়ে বিএনপি জোটের প্রার্থীকে পরাজিত করেন। ওই নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি একাই জিতেছিলেন
২০০৮ সালের নির্বাচনে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ননী গোপাল মন্ডল ১ লাখ ২০ হাজার ৮০১ ভোট পেয়ে জয়ী হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ননী গোপাল মন্ডল দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাকা মার্কায় নির্বাচন করেন। ওই নির্বাচনে ননী গোপাল মন্ডল হেরে যান। পরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস ৬৬ হাজার ৯০৪ ভোট পেয়ে জয়ী হন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ননী গোপাল মণ্ডল ৩৪ হাজার ৫২৭ ভোট পান।এরপর ২০১৮ সালের নির্বাচনে পঞ্চানন বিশ্বাস বিএনপির আমীর এজাজ খানকে হারিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় সংসদের হুইপ মনোনীত হন।এবার পঞ্চানন বিশ্বাস কে বয়সের কারণে দলিয় মনোনয়ন দেয়নি,আবার সাবেক এমপি ননি গোপাল মন্ডল কে নৌকা প্রতিক দেওয়ায় এলাকার মানুষ আসা বাদি বিপুল ভোটে বিজয় পাবে নৌকা প্রতিক এর প্রার্থী ননি গোপাল মন্ডল।










