
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছে আইনশৃঙ্থলা বাহিনী।
জাতীয় দ্বাদশ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে ২৯ ডিসেম্বর শুক্রবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনসভা সফল করার লক্ষে সর্বোচ্চ নিরাপত্তা বলায় নিশ্চিত করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে কয়েক শ’ চেকপোস্ট বসানো হয়েছে।
দেখা গেছে- সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হবে।
বৃহস্পতিবার ২৮শে ডিসেম্বর সরেজমিনে নগরী প্রদর্শন করে দেখা গেছে, নগরীর প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোড়ে মোড়ে পুলিশ, র্যাব,সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদিকে র্যাবের বিশেষ টিম প্রতিনিয়ত নগরীর বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে।