
খুলনার পাইকগাছা পৌরসভার কোর্ট, গার্লস স্কুল ও স্মৃতিসৌধ সংলগ্নে মেইন রাস্তার পার্শের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে পৌর কতৃপক্ষ।
সরজমিন ঘুরে দেখা যায়, পাইকগাছা কোর্ট চত্বরের পূর্ব পাশে সরকারি জায়গার উপর পৌরসভা কতৃক নির্মিত ডাস্টবিন বন্ধ করে সোলাদানা ইজিবাইক সমিতি অফিস ঘর করে। একারনে পাশে থাকা ডাস্টবিনটির পথ বন্ধ হয়ে যায়। ফলে ডাস্টবিনে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধের কারনে স্থানীয় এলাকাবাসী সহ কোর্ট, গার্লস স্কুল ও পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী পৌরসভার মেয়র বরাবর গণস্বাক্ষরিত একটি অভিযোগ করেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু'কে অবহিত করে স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে উল্লেখিত অবৈধ স্থাপনা অপসারণ করেছেন।
এবিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, এটা পৌরসভার একটা ব্যস্ততম সড়ক, প্রতিনিয়ত এ সড়ক দিয়ে কোর্ট, আইনজীবী সমিতি, স্কুল মাদ্রাসা পড়য়া ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়। তাছাড়া এখানে পৌরসভার ডাস্টবিন বন্ধ করে আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সোলাদানা ইউনিয়নের ইজিবাইক সমিতি অফিস ঘর করে। ফলে ডাস্টবিনটি ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকাবাসী পৌরসভায় অভিযোগ করলে আমরা ইজিবাইক সমিতির অবৈধ অফিস ঘর মেয়র এর নির্দেশে অপসারণ করেছি।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, এ্যাড: আবু হানিফ সোহেল, মোঃ শাহীনুর রহমান শাহীন,জি এম সাহেদুজ্জামান বাবু, সামাদ গাজী, মোঃ সরিফুল ইসলাম, মোঃ নুরুজ্জামান হোসেন, পাপ্পু সহ স্থানীয় এলাকাবাসী।