
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নানা সাজে প্রস্তুত হচ্ছে বরিশাল
আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভাকে ঘিরে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা বরিশাল মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন।
পাশাপাশি প্রচার-প্রচারণার চালাচ্ছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে ঘোষনা দিয়েছেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিবাবক আবুল হাসানাত আবদুল্লাহ। সভাস্থলকে জনসমুদ্রে পরিনত করার লক্ষে ইতোমধ্যে নগরের বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যানকে সাজানো গোছানোর কাজ চলছে। চলছে প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং। নগরের প্রতিটি পয়েন্টকে সাজানো হয়েছে। করা হয়েছে রাস্তা মেরামত, লাগানো হয়েছে রাস্তার মধ্যখানে বিভিন্ন ধরনের আলোকসজ্জা। জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা।
নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তোরণ, ফেস্টুন আর ব্যানারে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থল পরিষ্কার ও রং তুলির রংয়ে সাজানো হচ্ছে।
নির্বাচনের মুহূর্তে এটি বরিশালে বিভাগের একমাত্র জনসভা, যেখানে দলের প্রধান শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। নেতা-কর্মীদের দেবেন নানা নির্দেশনা, ভোট চাইবেন বরিশালবাসীর কাছে। এ জন্য এই জনসভায় ১০ লাখ লোকসমাগমের প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ নেতারা।










