
বটিয়াঘাটা উপজেলা সুরখালি পারিবারিক কোলাহলে কীটনাশক পানে আত্মহ*ত্যার চেষ্টা।
বটিয়াঘাটা উপজেলা সুরখালি ইউনিয়নের গরিয়ার ডাঙ্গার ইমরান শেখের পুত্র নিশা শেখ( ২০) পারিবারিক কোলাহলে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন, গতকাল সোমবার বিকালে নিশানের স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলাহল ছলে আসছিল। নিশানের মা মাহাবুবা বেগম ৪৭ এর সাথে কথা বলে জানাগেলো গতকাল সোমবার বিকালে আমার পুত্র বধু ফাতেমা বেগম বাবার বাড়ি যাওয়া নিয়ে শশুর ইমরান শেখ ও শাশুড়ী মাহাবুবা বেগম এর এর সাথে ত্রিমুখী বিতর্ক ও হাতাহাতি হয়। নিশান ইজিবাইক ড্রাইভার বাড়িতে না থাকায় মোবাইল ফোনে বিষয়টি জানতে পারে, রাত্রে নিশান বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সাথে বলে। সকালে তোমারস আমার মুখ আর দেখবে না, নিশানের মা মাহাবুবা বেগম বলেন সকালে খাবার সময় নিশানকে বাড়িতে না দেখে নিশানের বাবার মোঃ নাম্বার দিয়ে ফোন করে নিশান জানায় আমি ওয়াপদায় বিষ খেয়েছি, পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে তাকে নিয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ডাঃ ওয়াশ করেছে, বর্তমান তার অবস্থা আশংকা মুক্ত,এখন বটিয়াঘাটা সাস্থ কমপ্লেক্সে চিকিৎসা রত আছে।










