
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বটিয়াঘাটা মিডিয়া কর্মিদের সাথে প্রশাসনের মতবিনিময়।
বটিয়াঘাটা উপজেলা পরিষদের মিলায়তনে রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সাথে মিডিয়া কর্মিদের মববিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মিডিয়া সেলের আহবায়ক ইমরান হোসেন মোল্যা সুমন।সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য সচিব মুহিদুল ইসলাম শাহীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহি অফিসার শরিফ আসিফ রহমান। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার।উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান ও বটিয়াঘাটা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন ,সাংবাদিক বৃন্দ আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন এবং আমাদের কাজ থেকে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন,উভয়ের সহযোগিতায় আমরা বটিয়াঘাটায় একটা নিরপক্ষ নির্বাচন পরিচালনা করব।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক ও সাংবাদিক এনায়েত আলী বিস্বাস, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রতন কুমার সাহা – যুগ্ম আহবায়ক,বিপ্রদাশ রায় -যুগ্ন আহ্বায়ক ,আসাদুজ্জামান উজ্জ্বল -যুগ্ম আহবায়ক,পরিতোষ রায় -যুগ্ম আহবায়ক,সোহরাব হোসেন মুন্সি -যুগ্ম আহবায় কার্যকারি সদস্য,অমলেন্দু বিশ্বাস, কাজি আতিক, শ্রী নিত্যানন্দ মহালদার,রেজাউল করিম,অজিত কুমার রায়, মোঃ ইমরান হোসেন, মোঃ কামাল হোসেন, আবুহেনা মুস্তফা মাসুম, মোঃ মামুন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।










