
আলমডাঙ্গায় ইজিবাইক অটো মালিক সমিতর সাথে নৌকার প্রার্থীর সেলুন জোয়ার্দ্দারের সৌজন্য সাক্ষাত।
আলমডাঙ্গাতে ইজিবাইক অটো মালিক সমিত প্রধান উপদেষ্টা লাল্টুর সাথে চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সাংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ।
এ সময় উপস্থিত ছিলেন,ইজিবাইক অটো মালিক সমিতির আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাহাবুল, সাংগঠনিক সম্পাদক,আবুল কালামসহ অন্যান্য অটো চালকগন।আজ বেলা ১২টায় উপজেলা রেলস্টেশনের পাশে ইজিবাইক অটো স্টান্ডে এসে সৌজন্যের সাক্ষাৎ করেন।এ সময় চুয়াডাঙ্গা ১ আসনের নৌকার প্রাথী সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন বলেন আমি নৌকা মার্কায় প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দিবেন। আমি যেন জনগণের খেদমত করতে পারি।টাকা থাকলেই রাজনীতিবীদ হওয়া যায় না। দুই টাকার ছাতি আর দুই চারটা লাঠি দিয়ে নির্বাচন হয় না। সারা জীবন নৌকার পক্ষে কাজ করেছি, রাজনীতি করতে করতে জীবটায় শেষ করে দিয়েছি, জনগনের তরে। আমার বিশ্বাস শেষ হাসিটা আমরাই হাসবো।










