নির্বাচনী নৌকার প্রচারণায় ভোটারদের বাড়িতে বাড়িতে সায়েম হোসেন সুজন
Spread the love

নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৭৮ কুমারখালি-খোকসা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে খোকসা পৌরসভার বিভিন্ন বাজার এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দুইবারের উপজেলা ছাত্রলীগের সভাপতি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েম হোসেন সুজন’কে নৌকা মার্কায় ভোট চাইতে দেখা যায়।

এ সময় তিনি হাসিমুখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। করেন কুশল বিনিময় এবং সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে আহ্বানও জানান।

প্রচারণকালে সায়েম হোসেন সুজন বলেন, ‘আমি নির্বাচনী প্রচার-প্রচারণায় দিন-রাত এখন খুবই ব্যস্ত সময় পার করছি। সকাল থেকে রাত পর্যন্ত কুষ্টিয়ার-৪ আসনের মধ্যে খোকসা পৌরসভার বিভিন্ন গ্রাম-মহল্লা ভোটারদের কাছে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। পৌরবাসী আমার খবুই কাছের মানুষ। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31